আপলোড করা হল চলতি বছরের টেটের মডেল উত্তরপত্র। মঙ্গলবার সন্ধ্যার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই মডেল উত্তরপত্র আপলোড করা হয়। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, আগামী একমাস পরীক্ষার্থীরা সময় পাবেন সেই উত্তরপত্রকে চ্যালেঞ্জ জানানোর জন্য। পরীক্ষার্থীদের চ্যালেঞ্জের পর আবার পর্ষদ নিজেদের মধ্যে বৈঠক করবে। প্রয়োজনে উত্তরপত্র পুনরায় মূল্যায়ণ করে আপলোড করা হবে। এরপরেই যাবতীয় আইনি পদ্ধতি মেনে টেটের ফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে গোটা বিষয়টিই সময় সাপেক্ষ। এদিন মডেল উত্তরপত্র আপলোড করা হলেও চূড়ান্ত ফল প্রকাশ করতে খানিকটা সময় লাগবে। ডিসেম্বরে হয়েছে এই বছরের টেট পরীক্ষা। এবারে প্রাথমিকের টেট দিয়েছে প্রায় ২.৫০ লক্ষ পরীক্ষার্থী। যা গতবারের তুলনায় অনেকটাই কম।
আরও পড়ুন- সুপ্রিম রায়কে স্বাগত! নিয়োগ মামলায় রাম-বাম জোটের ‘কুৎসার রাজনীতি’কে ধুয়ে দিল তৃণমূল