অন্নকূটে তিন হাজার কেজির ভোগ নিবেদন নৈহাটির বড়মাকে!

0
4

ধর্ম হোক যাঁর যাঁর, ‘বড়মা’ সবার। ধর্মীয় বিশ্বাসের জেরে ভক্তের মনে এভাবেই চির প্রতিষ্ঠিত ভগবানের অধিষ্ঠান। তাই নৈহাটির বড়মা কালীর (Boro Maa, Naihati) নবনির্মিত মন্দির ও কষ্টিপাথরের মূর্তি প্রতিষ্ঠার পর এই প্রথম অন্নকূট অনুষ্ঠানে (Anyakut Utsav) তিল ধারণের জায়গা নেই। জেলা রাজ্য দেশ ছাড়িয়ে বড়মা ভক্তরা আজ বিদেশেও ছড়িয়ে পড়েছেন। তাঁদের সকলের সহযোগিতায় এবছর তিন কেজির পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড়মা-র অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে।

সকাল থেকেই সরগরম নৈহাটি। আজ স্টেশন চত্বর থেকে বাস স্ট্যান্ড, সব মানুষের গন্তব্য বড়মার মন্দির। অন্নকূট অনুষ্ঠান কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের মা কালীকে উৎসর্গ করা অর্থেই হয় এ দিনের অন্নকূট উৎসব। উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর। সকাল ১১ টায় পুজো শুরু হয়, চলে দুপুর ২টো পর্যন্ত। এদিন বড়মাকে তিন হাজার কেজির পোলাও ভোগ নিবেদন করা হয়। দুটোর পর থেকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য লম্বা লাইন চোখে পড়েছে মন্দির চত্বরে। সাধারণ ভক্তদের জন্য পোলাও আলুর-দম, পায়েস সহযোগে চলে ভোগ বিতরণ। নৈহাটি এলাকার সবচেয়ে প্রাচীন কালী মূর্তি এই বড়মা। প্রতিবছর কালীপুজোয় তৈরি হয় সুবিশাল মূর্তি।এ বছর শততম বর্ষ উদযাপনে তৈরি হয়েছে নতুন মন্দির, প্রতিষ্ঠা হয়েছে কষ্টিপাথরের বড়মার মূর্তিও। বিপুল অলংকারে সজ্জিতা মা কালীর দর্শনে অগণিত ভক্ত সমাগম আজ নৈহাটিতে।