মমতা-ম্যাজিকে ভাসল দুর্গাপুরের মেগা রোড শো

0
3

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুরে মেগা রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা-ম্যাজিকে ভাসল শহরের অন্যতম ব্যস্ত এলাকা বেনাচিতি। সোমবার চতুর্থ দফায় ভোট গ্রহণ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। তার আগে সোমবার তৃণমূল (TMC) প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুর গ্যামন ব্রিজ ময়দানে জনসভা করেন দলনেত্রী। মঙ্গলবার শহরের অন্যতম ব্যস্ত এলাকা বেনাচিতিতে মেগা রোড শো করলেন তিনি।

এদিন বেনাচিতি পাঁচ মাথার মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত মমতার রোড শো জনপ্লাবনের আকার নেয়। তৃণমূল সভানেত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী কীর্তি আজাদ (Kriti Azad), মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীরা। রোড শোয়ের মাঝে একাধিকবার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়তে হয় মমতাকে (Mamata Banerjee)। কখনও রাস্তায় দাঁড়িয়ে শিশুদের আদর করেছেন। কখনও আবার কথা বলেন মহিলাদের সঙ্গে। দলের কোনও কোনও কর্মী-সমর্থকরা এসে তৃণমূল সুপ্রিমোর হাতে তুলে দেন ফুলের স্তবক।

মমতার রোড শো উপলক্ষে বেনাচিতি বাজার এলাকায় ছিল কড়া নিরাপত্তা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গতবার জয় পেয়েছিল বিজেপি। তবে এবার তৃণমূল সেই আসন দখল করতে চাইতে পারবে বলেই ম, রাজনৈতিক মহলের।