যোগী-রাজ্যে ভোটের লাইনে সংখ্যালঘুদের পিটিয়ে ‘খুন’, কোথায় কমিশন! পুরুলিয়ার সভায় হুঙ্কার মমতার

0
2

মঙ্গলবার রাজ্য তথা দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। আর তার মধ্যেই পুরুলিয়ার পাড়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতর হয়ে ভোট প্রচারে গিয়ে সেই সব দিনের কথা স্মরণ করালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রচার মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সভানেত্রী। তাঁর অভিযোগ, “এইমাত্র মেসেজ রিসিভ করলাম। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। পিটিয়ে মারা হয়েছে রৌদ্রের মধ্যে।”

এরপরেই নরেন্দ্র মোদি-সহ বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। বলেন, “এইমাত্র মেসেজ রিসিভ করলাম। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। পিটিয়ে মারা হয়েছে রৌদ্রের মধ্যে।” কমিশনকে নিশানা করে তৃণমূল (TMC) সুপ্রিমোর প্রশ্ন, “নির্বাচন কমিশন কি কোনও ব্যবস্থা নেবে?” বিজেপি কথায় চলছে কমিশন-এই অভিযোগ আগেই করেছিল রাজ্যের শাসকদল। প্রধানমন্ত্রীকে তীব্র খোঁচা দিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “মডেল কোড অফ কন্ডাক্ট এখন মোদি কন্ডাক্ট হয়ে গিয়েছে।” প্রচার মঞ্চ থেকে আদিবাসী জনজাতির প্রতি তৃণমূল সুপ্রিমোর বার্তা “বিভিন্ন জনজাতি জাগুক। তাঁরা এগিয়ে আসুক। বাউরি, বাগদি,মতুয়া, রাজবংশী সম্প্রদায় মানুষরা নিজেও সম্মান অর্জন করেছেন।”

মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “বিজেপি গ্রামে গ্রামে মিথ্যা কথা লিখছে। কাগজে তো মিথ্যা বিজ্ঞাপন লিখছে। গ্রামে গ্রামে লিখছে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবে। আমি বলি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কোথায় গেল? এক টাকাও কাউকে দিয়েছে? প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস বেলুন। এতদিন অন্নপূর্ণা ভাণ্ডার দাওনি কেন? আমাদের কথা আমাদের কথা। ওদের কথা হল ভাঁওতা।”

সন্দেশখালি নিয়ে ফের প্রচারমঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করেন তিনি। বলেন, চক্রান্ত করে সন্দেশখালিতে মা-বোনেদের অসম্মান করল। সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায়। সম্মান চলে গেলে পাওয়া যায় না। এই অহঙ্কার সকলের থাকা দরকার। দেখলেন তো কীভাবে সন্দেশখালিতে চক্রান্ত করল। চ্যালেঞ্জ করে বলছি। লুকিয়ে বিজ্ঞাপন দিয়ে নয়। অশ্বত্থামা ইতি গজ। এর জবাব ধামসা মাদলে হবে। বিনামূল্যে রেশন বলছে। কিন্তু এক টাকাও কেন্দ্র দেয়নি। আমরা বিনামূল্যে রেশন দিচ্ছি। আদালতে মামলা করেছে যাতে বাড়ি বাড়ি রেশন না দেওয়া হয়।

আরও পড়ুন: প্রযুক্তিগত ত্রুটির জের! শেষ মুহূর্তে ‘মহাকাশ মিশন’ বাতিল হতেই মনখারাপ সুনীতার

সতর্ক করে মমতা বলেন, “এবার আসতে দেবেন না ওদের। সর্বনাশ করে দেবে। IPC উঠে গেছে, UCC করেছে। যাতে কারও অস্তিত্ব না থাকে। দেশে কেউ থাকবে না উনি একা থাকবেন। আর মিথ্যা ভাষণ দেবেন। দিল্লির বিজেপি সরকার চোর হ্যায়। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা দিয়েছি। পরশু একটা স্টেটমেন্ট দিয়েছিল। বলেছিল আমরা টাকা অপচয় করেছি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ১০০ কোটি নাকি নষ্ট করেছি। মিথ্যেবাদীর দল, ১৮ কোটি ‘সেভ’ করেছি। এদের বিরুদ্ধে একটা করে ভোট দেবেন আর দুই কান মুলবেন। বিজেপি বলেছে ৪০০ পার। আমি বলছি এবার বিজেপি হবে পগাড় পার।”

এদিন সভামঞ্চ থেকে বিজেপির পাশাপাশি বামেদেরও নিশানা করেন মমতা। বলেন, বাম জমানায় নিত্যদিন অশান্তি ছিল পুরুলিয়া। মাওবাদী দৌরাত্ম্যে নাজেহাল ছিলেন জেলার মানুষ। কিন্তু তৃণমূল জমানায় গত ১২-১৩ বছর শান্তি ফিরেছে রাঙা মাটির দেশে। মঙ্গলবার সেখানেই  তাঁর কথায়, বাম আমলে নিত্যদিন অশান্তি থাকত পুরুলিয়ায়। এখন শান্তি ফিরছে। এখন পুরুলিয়ার পলাশফুলের আবিরের কদর সব জায়গায়।