লোকসভা নির্বাচন মিটলেই কি রাজভবন থেকে আনন্দ বোসের বিদায়? নতুন কাউকে এ রাজ্যের সাংবিধানিক প্রধানের দায়িত্ব দেওয়া হবে? বাংলা পাবে নতুন রাজ্যপাল? শ্লীলতাহানি কাণ্ড নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে এই জল্পনাই আচমকা মাথাচাড়া দিয়ে উঠেছে।
একাধিকবার খোদ রাজ্যপালের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে রাজ্য পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী, আর অন্যদিকে গোটা ব্যাপারটাকেই রাজনৈতিক অভিসন্ধি বলে তোপ দেগে চলেছেন সি ভি আনন্দ বোস। শ্লীলতাহানির অভিযোগ সামনে আসার পর আচমকা তাঁর কেরল যাত্রা, আর তারপর প্রশাসনের শীর্ষ মহলে নানাবিধ কানাঘুষো। চর্চা বাড়ছে রাজ্যপালের ভবিষ্যৎ নিয়ে।
অসমর্থিত সূত্রের খবর, জুন মাসে ভোট মিটতেই এ রাজ্যে নতুন কাউকে দায়িত্ব দিয়ে রাজভবনে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। সংবিধানের ১৫৬ ধারা অনুযায়ী, একজন রাজ্যপালের মেয়াদ পাঁচ বছরের। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোসকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব নেন ২৩ নভেম্বর। আগামী জুন মাসে রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে অন্য কেউ বসলে, দু’বছর পূর্ণ হওয়ার আগেই রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হতে পারে বোসের। যদিও বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করছে না রাজভবন।