নির্দেশের পরেও ভিডিও মোছেনি বিজেপি! এক্স-কে সরানোর নির্দেশ কমিশনের

0
1

নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশের পরেও এক্স (X) হ্যান্ডেল থেকে ভিডিও সরালো না বিজেপি। এক্স-কে সেই ভিডিও সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে একটি অভিযোগ কর্ণাটক পুলিশেও দায়ের করে কংগ্রেস। অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR)-ও করা হয়েছে। তবে বিজেপির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতাই যে কমিশনের নেই, এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত।

কর্ণাটক কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় কর্ণাটক বিজেপি একটি ভিডিও পোস্ট করে যেখানে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রয়েছে। এই ভিডিও নিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda), মিডিয়া হেড অমিত মালব্য (Amit Malviya) ও কর্ণাটক বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনার বিজেপি রাজ্য কমিটিকে একটি নোটিশ জারি করে। সেখানে ওই ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কমিশনের দাবি নির্দেশের পরেও ভিডিও সরানো হয়নি। এই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর-ও দায়ের করে কর্ণাটক পুলিশ। কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না মেলায় এবার এক্স-কে ওই ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। তবে কমিশন এই বিষয়ে বিজেপির উপর কোনও পদক্ষেপ নেয়নি। কংগ্রেসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কর্ণাটক পুলিশ পদক্ষেপ নিতে গেলেও তাতে কমিশনের অনুমতি প্রয়োজন। সেখানেও এখনও কোনও নির্দেশ জারি করেনি কমিশন।