খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। লোকসভা ভোটের (Loksabha Election) সময়ও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন সোনিয়া তনয়। এবার উপাচার্য (Vice Principal) নিয়োগের প্রক্রিয়া নিয়ে কংগ্রেস নেতার বিরুদ্ধে সুর চড়ালেন দেশের তাবড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শিক্ষাবিদরা। পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও দাবি জানিয়েছেন তাঁরা।
কয়েক মাস আগে, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এখন মেধার ভিত্তিতে উপাচার্য নিয়োগ হচ্ছে না। নির্দিষ্ট সংস্থার সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই উপাচার্যদের নিয়োগ করা হচ্ছে। সমস্ত উপাচার্যই একই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানগুলি বিজেপির নিয়ন্ত্রণে। আর রাহুলের সেই মন্তব্যের বিরোধিতা করে খোলা চিঠি লিখেছেন কমপক্ষে দেশের ২০০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানে রাহুল গান্ধীর উপাচার্য নিয়োগের তীব্র নিন্দা করা হয়েছে। সঙ্গীত নাটক আকাদেমি, সাহিত্য আকাদেমি, এনসিআইআরটি, ন্যাশনাল বুক ট্রাস্ট, এআইসিটিই, ইউজিসি ইত্যাদির প্রধানরাও এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।
তবে শিক্ষাবিদরা জানিয়েছেন, মেধার ভিত্তিতেই স্বচ্ছভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে। ভাইস চ্যান্সেলররা তাদের কজে প্রতিষ্ঠানের মর্যাদা ও নৈতিকতার বিশেষ যত্ন নেন। রাহুল গান্ধীর মন্তব্য একেবারেই সঠিক নয়।