আকাশ-বাতাস বিদীর্ণ করে সে কি আসবে? প্রখর দহনে শান্তি দিতে চাতকের তৃষ্ণার জল হয়ে সে কি আসছে? কালো আকাশের বুক চিরে বিদ্যুতের রেখা আর কালবৈশাখীতে ভর করে মহানগরীতে বৃষ্টি নামবে কখন? শীতকাল কবে আসবে- সেই উত্তর সুপর্ণার কাছে জানতে চাওয়া যায়। কিন্তু কলকাতায় রেকর্ড তাপমাত্রার পারদের ওঠার পরে কবে বৃষ্টি (Rain), কালবৈশাখী আসবে তার সন্ধান একমাত্র দিতে পারে আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Department)। আর তাদের পূর্বাভাস অনুযায়ী, আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখীর বৃষ্টি হবে।


তবে, ইতিমধ্যেই তীব্র দহনে স্বস্তি দিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি (Rain) শুরু হয়েছে। কিন্তু কলকাতায় স্বস্তির বারিধারার পূর্বভাস ক্রমশ পিছিয়ে যাচ্ছে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে কথা ছিল। একই সঙ্গে ঝড়ের সতর্কতাও জারি ছিল। এদিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। কলকাতাতেও (Kolkata) সকাল থেকে মেঘ-রোদের খেলা। তাপমাত্রা অন্যান্য দিনের থেকে কম হলেও আদ্রতায় অস্বস্তি রয়েছে পুরোপুরি। হাওয়া অফিস সূত্র খবর, আজই বৃষ্টি নামবে মহানগর জুড়ে। তবে এখানে একটা ‘যদি’ আছে। যদি আজ বৃষ্টি না হয়, তাহলে মঙ্গলবার সকাল থেকে ভিজবেই তিলোত্তমা। বৃষ্টি না হলেও সোম-সন্ধে থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির আশপাশে।











































































































































