চলতি মাসের ২০ তারিখ হুগলি (Hoogly)জেলায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগেই ঘটে গেল বড়সড় অঘটন। সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ায় (Pandua )বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। পাশাপাশি বিস্ফোরণের জেরে এক কিশোরের হাত উড়ে গিয়েছে এবং অপর দুজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মৃতের নাম রাজ বিশ্বাস (১০)। অন্যদিকে রুপম বল্লব (১৩) ও সৌরভ চৌধুরী (১১) নামে দুই কিশোর গুরুতর জখম হয়েছে বলে খবর। আহতদের ইতিমধ্যে স্থানীয় ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও খবর পেয়েই হুগলি গ্ৰামীন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


সূত্রের খবর এদিন সকালে পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে বোমা রাখা ছিল। সেখানে খেলতে গেলেই বিস্ফোরন হয়। জখম তিন কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় এক কিশোরের। পরে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। বোমাকে বল ভেবে খেলতে গিয়েই এই বিস্ফোরণ বলে খবর। তবে কে বা কারা ওখানে বোমা রাখল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চড়ছে রাজনীতির পারদও। এদিকে সোমবার হুগলিতে সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আচমকা এমন ঘটনায় বিরোধীদের চক্রান্তকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তবে ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।










































































































































