১) আইপিএল-এ জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন লখনৌ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে ৯৮রানে হারালো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে দুরন্ত ব্যাটিং সুনীল নারিনের। ৮১ রান করেন তিনি। বল হাতে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে কেকেআর ।
২) জুন থেকে শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহনকারী দেশ গুলো। আর তারই মাঝে মহিলা টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।মহিলাদের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর থেকে।
৩) লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার জিরোনার কাছে এফসি বার্সেলোনা হারতেই স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হলো রিয়াল। চার ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ জিতল তারা। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে রিয়াল। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা।
৪) ডোপ বিতর্ক। কুস্তিগির বজরং পুনিয়াকে সাময়িক ভাবে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অভিযোগ গত মার্চে সোনিপতে আগামী অলিম্পিক্সে তিনি জাতীয় ট্রায়ালের সময় ডোপ নমুনা দেননি। সেখানে তিনি ডোপিং পরীক্ষার জন্য মূত্রের নমুনা দিতে অস্বীকার করেন। সেই অপরাধে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন প্রতিযোগিতার আগেই বজরংকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে।
৫) ত্রিমুকুট জয় মোহনবাগান সুপার জায়ান্টের। দুরান্ড কাপ, লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হলেও, আইএসএল ট্রফি জয় হলো না বাগেনের। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি। আর মুম্বই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছে তা ম্যাচ শেষে মেনে নেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বললেন, শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বই দাপটের সঙ্গে খেলেছে।
আরও পড়ুন- লখনৌকে ৯৮ রানে হারিয়ে শীর্ষে কলকাতা