রবিবাসরীয় প্রচারে হুগলির খানাকুলে আক্রান্ত রাজ্যের শাসকদল। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের গুন্ডা বাহিনী আক্রমণ করে বলে অভিযোগ। ঘাসফুল প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, পিছনের উইন্ডশিল্ড টুকরো টুকরো হয়ে গেছে। তৃণমূলের অভিযোগ, মিতালি বাগের (Mitali Bag)উপরেই হামলা চালাতে এসেছিল বিজেপির লোকজন। তাঁকে না পেয়ে গাড়িতে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়।
জোরকদমে প্রচার চালাচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। যেখানেই যাচ্ছেন মানুষের সমর্থন উপচে পড়ছে। আর তাতেই গেরুয়া নেতারা ভয় পেয়ে এমন নিন্দনীয় কাজ করছেন বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। খানাকুল ২ নম্বর ব্লকের মোস্তাফাপুর পার্টি অফিসের সামনেই গাড়ি রাখা ছিল। তৃণমূল বলছে, প্রার্থী সেখানে ছিলেন না তাই রক্ষা পেয়েছেন। এবারে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানাচ্ছেন দলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে হুগলির চুঁচুড়াতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ পদ্ম শিবিরের বিরুদ্ধে। নির্বাচনে পরাজয় টের পেয়েই বিজেপি এইসব করছে বলে তোপ দেগেছে তৃণমূল শিবির (TMC)।