অভিষেক-আবেগে জনপ্লাবন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রবিবাসরীয় রোড শোতে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তিনপাকুরিয়া থেকে বোগদাদনগর পর্যন্ত শুধুই মানুষের ঢল। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ এই কেন্দ্রের ঘাসফুল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের (Shahnawaz Ali Raihan) সমর্থনে হুড খোলা ট্যাবলোতে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এস.ডি.পি.ও মোড় থেকে কাঁকুরিয়া মোড় পর্যন্ত রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। গরম উপেক্ষা করে অভিষেককে একঝলক দেখতে রাস্তায়, বাড়ির ছাদে, এমনকী বারান্দায় কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করল জনতা। নিরাশ করেননি অভিষেকও। দাবদাহ উপেক্ষা করে অক্লান্ত মেজাজে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন, প্রণাম জানালেন।
তাপমাত্রার পারদের উত্থানকেও হার মানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শোর উত্তাপ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে প্রার্থীকে পাশে নিয়ে হাসিমুখে আধঘণ্টা ধরে একটানা রোড শো করলেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। গত মঙ্গলবার মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে রোড শো করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা ম্যাজিকের পর এবার অভিষেক আবেগে প্রত্যাশিত উদ্দীপনা লক্ষ্য করা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে।