আজ আইএসএল ফাইনাল, মুম্বইয়ের বিরুদ্ধে কেম হতে পারে বাগানের প্রথম একাদশ ?

0
1

আজ যুবভারতীতে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার যুবভারতীতে আইএসএল ফাইনাল। ফাইনালে বাগানের সামনে মুম্বই সিটি এফসি। এই মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিলো মোহনবাগান। তবে সেই ম্যাচে ছিলো বাগান স্ট্রাইকার সাদিকু। সেই ম্যাচে গোল না করলেও ভরসা দিয়েছিলেন মোহনবাগানকে। ফাইনালে নেই তিনি । এক্ষেত্রে তবে কেমন হবে ফাইনালে বাগানের প্রথম একাদশ ? ওড়িশা ম্যাচের উইনকম্বিনেশন কি ভাঙবেন হাবাস , নাকি থাকবে ?

গতকাল হাবাসের অনুশীলনের ফর্মেশন দেখে মনে করা হচ্ছে, গোলে থাকবেন বিশাল কাইত। রক্ষণে হেক্টর ইউস্তা, শুভাশিস, আর আনোয়ার থাকছেন। এই তিন জন রক্ষণাত্মক ফুটবলারের সামনে দীপক টাংরির বা অভিষেক সূর্যবংশীকে খেলাতে পারেন হাবাস। মাঝমাঠে জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, সাহাল অথবা লিস্টন কোলাসো। এদের সামনে পেত্রাতোস, ক্যামিন্স। আপাতত হাবাস ফাইনালে এই একাদশ নামাতে পারেন।

এদিকে ফাইনাল ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার কথা জানালেন দিমিত্রি। তিনি বলেন, “ আমার কেরিয়ারে মোহনবাগান অন্যতম সেরা দল। এখানকার খেলার পরিবেশ দুর্দান্ত। এমন পরিবেশে নিজেদের সেরাটা দেব।“

এদিকে এই ম্যাচ নিয়ে ক্যামিন্স বলেন, “আমি খুবই উত্তেজিত ফাইনাল নিয়ে। এই দিনটার জন্য, এই মুহূর্তটার জন্যই তো সারা বছর ধরে এত পরিশ্রম করেছি। মরশুমটা দারুণ গিয়েছে আমাদের। ডুরান্ড জিতেছি, আইএসএল শিল্ড জিতেছি। এখন আমাদের সামনে ইতিহাস তৈরির সুযোগ। ত্রিমুকুট জেতার সুযোগ।”

আরও পড়ুন- পরের মরশুমেও মোহনবাগানের হটসিটে হাবাস? ISL ফাইনালে নামার আগে মুখ খুললেন বাগান কোচ