বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র তমলুক। চাকরিহারাদের মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ”চোর চোর”স্লোগান। পাল্টা স্লোগানে তুলকালাম বেঁধে যায় তমলুকে। মুহূর্তে
রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শুরু হয়ে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। নামানো হয় র্যাফ। পরে ঘটনাস্থলে এসে পৌছয় বিশাল পুলিশ বাহিনী।

আজ, শনিবার বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন জমা দিতে যান স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির জার্সি গায়ে চাপানো হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। তমলুকের রাজ ময়দান থেকে শুরু হয় র্যালি। রোড শো যখন তমলুকের হসপিটাল মোড়ে এসে পৌঁছয় তখনই আমচকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখনই চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ”চোর চোর” স্লোগান আসতে থাকে।


এদিকে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিছিল থেকে ইট মারার অভিযোগ সরব হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অভিযোগ, বিজেপি কর্মীরাই নাকি বাশ ও লাঠি নিয়ে পাল্টা আমরা করতে তেড়ে যান ধরনা প্রদর্শনকারী শিক্ষক শিক্ষিকা সহ তৃনমুল শিক্ষা সেলের সেল এর কর্মীদের ওপর। দু’পক্ষের হাতাহাতির এই ঘটনায় এক শিক্ষিকা আহত হয়েছেন বলে খবর। আহত মহিলাকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।









































































































































