পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর (Jyotirmoy Singh Mahato) মনোনয়ন ঘিরে চরম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হল পুরুলিয়া প্রশাসনিক ভবনে। নিয়ম ভেঙে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করতেই বাধা দেয় প্রশাসন। প্রশাসনের বাধা কাটিয়ে ভিতরে ঢোকার জন্য মহকুমা শাসককে (SDO) রীতিমত ধাক্কা দেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। পরে যদিও ঘটনাকে অন্য রঙ দেওয়ার চেষ্টা করেন বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি নেতৃত্ব।

শনিবার বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যান। জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়ন জমা দিতে রাজ্য সভাপতির পাশাপাশি রাহুল সিনহা ও দলের চার বিধায়ক উপস্থিত ছিলেন। পুরুলিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন জমার সময় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে সবাই ঢুকতে চান। তখনই প্রশাসনিক আধিকারিকরা তাঁদের বাধা দেন। সেই সময়ই মহকুমা শাসক (SDO) উৎপল কুমার ঘোষকে ধাক্কা মারেন রাহুল সিনহা।


নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে চারজন প্রস্তাবক ঢুকতে পারবেন। শনিবার চার প্রস্তাবকের সঙ্গে চার বিধায়ক, সুকান্ত মজুমদার ও রাহুল সিনহা ঢোকার চেষ্টা করেন। রাহুল সিনহা ধাক্কা মারার পর বাধ্য হয়ে মহকুমা শাসক নিজের পরিচয় প্রকাশ করেন। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসতে হয় সুকান্ত মজুমদারকে। যদিও ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করেন রাহুল সিনহা। তিনি দাবি করেন মহকুমা শাসককে তিনি চিনতে পারেননি। তাঁকে ধাক্কা মারা হয়নি, সরিয়ে দিয়েছিসেন রাহুল সিনহা।








































































































































