প্রকাশ্যে রোড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার

0
4

প্রকাশ্যে এলো রোড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিদ্বন্দ্বী’র (Pratidwondi) ঝলক। চলচ্চিত্র শিল্প জগতের বিশিষ্টদের উপস্থিতিতে এই ট্রেলার লঞ্চ হল। পাশাপশি এই সিনেমার গান এবং পোস্টারও প্রকাশ করেছেন নির্মাতারা।

গল্পকার, সম্পাদক ও পরিচালক হিসাবে সুস্মিত মন্ডলের সৃজনশীল প্রতিভা এবং ফটোগ্রাফির পরিচালক হিসাবে ক্যামেরার পিছনে অমিত ছেত্রীর নেতৃত্বে একটি দুর্দান্ত টিম কাজ করেছে এই ছবিতে। চিরন্তন এবং দীপিতার অসাধারণ কণ্ঠ ইতিমধ্যেই মন ছুঁয়ে গেছে অনেকের। ছবির তাঁর সুস্মিত মন্ডল বলছেন, এই সিনেমা অনেকটা তার দৃষ্টিভঙ্গির চলচ্চিত্র রূপায়ন ঘটাবে। সম্পর্কের জটিলতা এবং এমন কিছু সারপ্রাইজ রয়েছে সিনেমায় যেটা দর্শকদের আকৃষ্ট করবে বলে মত প্রযোজক সুমন গুহর। রাহুল, অনুস্মিতা সিং, সোহিনী, শ্রীজিতা, রঞ্জন বিশ্বাস সহ একাধিক শিল্পী এতে অভিনয় করেছেন।