বাংলা সিনেমা এখন আর শুধুমাত্র নায়ক নায়িকার রোমান্টিক গল্পের মধ্যে আটকে নেই। বাস্তবধর্মী ছবির পাশাপাশি ক্রীড়াব্যক্তিত্ব থেকে সিনে জগৎ (Entertainment Industry) এমনকী রাজনৈতিক দুনিয়ার ব্যক্তিত্বদের জীবনকাহিনী বড়পর্দায় ফুটিয়ে তুলতে চিত্রনাট্য নিয়ে কাজ হয়েছে। এবার সেই তালিকায় পার্বতী বাউল (Parvathy Baul) । ‘মনের মানুষ’-এর পর এবার টলিউডে তৈরি হতে চলেছে পার্বতী বাউলের (Parvathy Baul) বায়োপিক। পরিচালনায় টলিপাড়ার অতিপরিচিত মুখ, অভিনেতা সৌম্যজিৎ (Soumyajit)।
লালন ফকিরের জীবনকাহিনী বড়পর্দায় নিয়ে এসে ‘মনের মানুষ’ চিনিয়েছিলেন গৌতম ঘোষ (Gautam Ghosh) । অনেকটা সেই ধাঁচেই কি এগোবে এই গল্প? পরিচালক খুব একটা খোলসা করে বলতে নারাজ। তবে যেটুকু জানা গেল তার সারমর্ম এই যে, কাজের সূত্রে এক বাউল শিল্পীর সঙ্গে মুম্বইয়ের এক সঙ্গীত পরিচালকের পরিচয়। তারপর একদিন আচমকাই নিরুদ্দেশ হয়ে যান শিল্পী! কিন্তু কেন? এই উত্তর খুজবে সিনেমার গল্প। আগামী কান ফিল্ম ফেস্টিভ্যালেও (Cannes Film festival) জায়গা করে নিয়েছে এই সিনেমা। বায়োপিকের নাম ‘জয়গুরু’ (Joyguru) । পার্বতী নিজেও নাকি এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। কোচবিহার, কলকাতা, শান্তিনিকেতন, বৃন্দাবন, কেরল, আমেরিকা, ফ্রান্সের বিভিন্ন লোকেশনে জানুয়ারি থেকেই শুরু শুটিং।