একের পর এক শো বাতিল, অসুস্থ পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। নিজেই জানিয়েছেন এ কথা। মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল । কিন্তু জানা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত নিকের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। খুব স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। চলতি বছরই মেয়ে ও স্বামীকে নিয়ে দেশে এসেছিলেন বলিউডের ‘দেশি গার্ল’। মাঝে বাড়ি নিয়ে সমস্যায় পড়েছিলেন তারকা দম্পতি। সম্প্রতি নিজের লস অ্যাঞ্জেলেসের বাড়ি সারিয়েছেন। সেই সব ছবিও ভাগ করে নেন সমাজমাধ্যমে (Social media)। এবার নিকের অসুস্থতা নিয়ে বেশ চিন্তায় প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামের পাতায় নিজের অসুস্থ হওয়ার খবর জানিয়ে নিক লেখেন, ‘কয়েকদিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলা ব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। ডাক্তার বলেছে, কিছুদিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম।’ কনসার্ট না করতে পারার আক্ষেপ রয়েছে তারকার। তবে এর পাশাপাশি ফ্যানেরা পাশে থাকায় ধন্যবাদও জানিয়েছেন তিনি।




 
 
 
 

































































































































