হাতে আর মাত্র কিছুসময় বাকি। আগামী ৭ মে, মঙ্গলবার মুর্শিদাবাদে (Murshidabad) ভোটগ্ৰহণ। তার আগে শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলে(Domkol) ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আর তল্লাশি চালাতেই উদ্ধার বোমা। ইতিমধ্যে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে বলে খবর। পাশাপাশি খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় খবর বোম্ব স্কোয়াডও। এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। নির্বাচনের আগে কে বা কারা এত বোমা মজুত করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।


ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করেই বোমার আমদানি করেছে বিজেপি।
৭ মে তৃতীয় দফায় ভোট রাজ্যের চার আসনে। এগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। এর মধ্যে ভোট ঘোষণার পর থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোল হয়েছে। যে কারণে মুর্শিদাবাদ নিয়ে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। শুধু তাই নয়, তৃতীয় দফা ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে এই মুর্শিদাবাদে।
কমিশন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার দুটি লোকসভা আসনের জন্য ১৯০ কোম্পানি ফোর্স থাকবে।










































































































































