কানাডায় শিখদের নিরাপত্তার প্রতিশ্রুতির পরেই নিজ্জর খুনে গ্রেফতার ভারতীয়রা

0
2

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় কানাডা পুলিশের হাতে গ্রেফতার ৩ ভারতীয় নাগরিক। ধৃতরা ‘হিট স্কোয়াডে’র সদস্য বলে দাবি। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। ধৃতরা হল করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। তাঁদের বিরুদ্ধে হত্যা-ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা হিসেবেই সেখানে থাকতেন তাঁরা। ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখা হচ্ছে। কানাডার শিখ সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার ট্রুডোর প্রতিশ্রুতির পরেই ভারতীয় নাগরিক গ্রেফতারের ঘটনায় বাড়ছে দুই দেশের কূটনৈতিক পারদ।

২০২৩ সালের ১৮ জুন সুরে শহরে গুরুদ্বারের কাছে খুন হয় জঙ্গি সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সে’র প্রধান নিজ্জর। বেশিরভাগ দিনই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে শামিল হতে দেখা যেত নিজ্জরকে। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে রক্তাক্ত করতে আইএসআইয়ের সঙ্গেও যড়যন্ত্র করেছিল হরদীপ সিং নিজ্জর। নিজ্জরের খুনের পর শোরগোল পড়ে যায়।

সম্প্রতি কানাডার শিখদের সংগঠনের বৈশাখী অনুষ্ঠানে গিয়ে সব ধরনের আচার বিধি পালন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে কানাডার শিখ সম্প্রদায়কে সব ধরনের সাহায্য করারও প্রতিশ্রুতি দেন তিনি। তার এক সপ্তাহের মধ্যেই নিজ্জর খুন নিয়ে তৎপর কানাডা প্রশাসন। গ্রেফতার হল ভারতীয় নাগরিকরা।