আজই বৃষ্টি, ভিজবে কলকাতা? বড় আপডেট হাওয়া অফিসের

0
1

বুধবার থেকে রাজ্যে তাপমাত্রার পারদ চড়া বন্ধ হলেও বৃষ্টি যেন দুঃস্বপ্নই থেকে যাচ্ছিল। এবার সেই পথে সুখবর শোনালে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরুতে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল তা এগিয়ে এসে রাজ্যে আজ অর্থাৎ শুক্রবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিভিন্ন জেলায় বৃষ্টি শুক্রবার থেকে এলেও কলকাতার বৃষ্টি ভিজতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।

শুক্রবার বিকালে রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে এদিন দুই ২৪ পরগণায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরের পাঁচ জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই বৃষ্টিপাতের এলাকা বাড়বে। দুই ২৪ পরগণার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। আবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার বৃষ্টি নিয়ে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগণার পাশাপাশি দুই মেদিনীপুর, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ বাংলার সব জেলাই বৃষ্টিতে ভিজবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সতর্কতাও জারি করছে আবহাওয়া দফতর।