আজ, শুক্রবার রাজভবন কাণ্ড সহ তৃণমূল কংগ্রেসের ১২ জন মহিলা প্রার্থী সহ সকল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের এক বর্ণাঢ্য মিছিলের সাক্ষী থাকল কলকাতা।
বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহিলা প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের সমর্থনেই শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। যার নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও মিছিলে পা মেলান বিধায়ক নয়না বন্দোপাধ্যায়, অর্পিতা ঘোষ, স্মিতা বক্সি। এই মিছিলকে কেন্দ্র করে মহিলাদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- ফের মোদি সরকারের গাজোয়ারি! আরও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়