শহরে মর্মান্তিক মৃত্যু তিন কিশোরের। শুক্রবার পুকুর থেকে উদ্ধার হল তাঁদের দেহ। শুক্রবার তিলজলা থানা এলাকার অছিপরিষদ শিব মন্দিরের ঠিক পিছনের পুকুর থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতেরা হল মহম্মদ ইমতিয়াজ (১৪), মহম্মদ হায়দার আলি (১৫) ও মহম্মদ শাহিল (১৬)। তারা সকলেই তিলজলার ৪২ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
স্থানীয়দের দাবি, তারা পুকুরে স্নান করতে নেমেছিল। কিন্তু কেউই সাঁতার জানত না। জানা গিয়েছে, প্রতিদিনই এলাকার বহু ছেলে প্রচণ্ড গরমে খেলাধুলো করে পুকুরে স্নান করতে আসে। ওই তিন কিশোরও এসেছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রথমে একজন ডুবে গিয়েছিল। তাঁকে বাঁচাতে গিয়ে বাকি দুই কিশোরও তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই থানায় ফোন করেন। পুলিশ সঙ্গে ডুবুরি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। চলে আসে বিপর্যয় মোকাবিলা টিমও। বিকাল সাড়ে ৪টে নাগাদ তিন কিশোরের নিথর দেহ উদ্ধার হয়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপ, হাইকোর্টের নির্দেশ টাস্ক ফোর্স গঠন করবে লালবাজার