অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপ, হাইকোর্টের নির্দেশ টাস্ক ফোর্স গঠন করবে লালবাজার

0
3

বেআইনি নির্মাণ রুখতে এবার কলকাতা পুলিশকে স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গার্ডেনরিচ-কাণ্ডের পর কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভা ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। শহরের বেআইনি নির্মাণগুলিকেও চিহ্নিত করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন পুরসভার আধিকারিকরা। নির্মাণগুলিতে বসবাস শুরু করে দেওয়া বাসিন্দারাই রুখে দাঁড়াচ্ছেন। বহুবার নোটিশ দেওয়ার পরও জায়গা খালি করছেন না তাঁরা। আদালতে জমা দেওয়া পুরসভার রিপোর্টে এই সমস্যার কথা জানার পরই শুক্রবার কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, টাস্ক ফোর্স গড়বে কলকাতা পুলিশ। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে পুরসভাকে সাহায্য করে দ্রুত কাজ শেষ করবে সেই টাস্ক ফোর্স। জায়গা খালি করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। ১৫ জনের মধ্যেই জায়গা খালি করতে হবে। নিয়ম না মানলে বাধাদানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে করবে পুলিশ। যদিও হাইকোর্ট বলা আগেই অবৈধ নির্মাণ রোখার জন্য বিশেষ দল গঠনের কাজ শুরু করেছে লালবাজার।

আরও পড়ুন- আগামিকাল যুবভারতীতে মুম্বইয়ের বিরুদ্ধে নামার কী বললেন বাগান কোচ হাবাস?