সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের তালিকা পেশ করতে চলেছে এসএসসি (SSC)। পরবর্তী শুনানিতে সর্বোচ্চ আদালতকে আশ্বস্ত করার চেষ্টা করা হবে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষা কর্মীদের মধ্যে যোগ্য ও অযোগ্যদের বিভাজন করা সম্ভব, জানালেন চেয়ারম্যান (Chairman) সিদ্ধার্থ মজুমদার। শেষ শুনানিতে সর্বোচ্চ আদালত যখন জানতে চেয়েছিল এসএসসি-র পক্ষে ওএমআর (OMR)-এর ভিত্তিতে তথ্য পেশ করা সম্ভব কি না, কারা যোগ্য ও কারা অযোগ্য, তখনই কমিশন জানিয়েছিল, তাঁদের পক্ষে এটা করা সম্ভব। এবার সেই তথ্যই পেশ করতে চলেছে কমিশন।
সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হাইকোর্টের রায়ের বিরোধিতায় এসএসসি মামলায় প্রায় ২৫ হাজার মানুষের চাকরি চলে যাওয়াকে একটি বিরাট বিষয় বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়। আদালত প্রশ্ন করে ওএমআর সিট নষ্ট হয়ে যাওয়ার পরে কী কোনও উপায় আছে কমিশনের কাছে যাতে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব। উত্তরে কমিশন জানায় তাঁদের কাছে ব্যাকআপ রয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
এর আগে হাইকোর্টে (Calcutta High Court) সিবিআই-এর তদন্তের মামলায় অযোগ্যদের তালিকা পেশ করেছিল কমিশন। তারপরেও ২০১৬ সালের পুরো প্যানেল (panel) বাতিলের রায় জানায় হাইকোর্ট। প্রায় ১৯ হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী বর্তমানে দিশাহারা অবস্থায় রাজপথে অবস্থান ও আন্দোলন করছেন। কমিশন ও রাজ্য উভয়েই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। এবার সেই জট খোলার জন্য সুপ্রিম কোর্টে পরিসংখ্যান পেশের কথা জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যাঁরা কোনওভাবেই এই মামলায় দোষী নন, তাঁদের পাশে থাকার বার্তাও দেন তিনি।