দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও ইশা খানের সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর। শুক্রবার মালদহের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ মৌসম নুর বলেন, দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী সেভাবে উন্নয়ন করেননি। আর ইশা খান নিজ বিধানসভা এলাকায় সময় দেয়নি।তার খেসারত তাকে দিতে হয়েছে।২০২১ সালের বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটে পরাজিত হয় ইশা খান চৌধুরী।

তিনি আরও বলেন, গনি খান চৌধুরী মালদহের ব্যপক উন্নয়ন করেছেন। আর বর্তমানে মালদহ তথা রাজ্যের উন্নয়ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান মৌসম। তিনি উত্তর মালদহের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ মালদহের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আর্জি জানান।
আরও পড়ুন- ভারতের টি-২০ দল নিয়ে মুখ খুললেন মহারাজ, রিঙ্কুকে বাদ দেওয়ার প্রসঙ্গে কী বললেন তিনি?




 
 
 
 
































































































































