২৬ হাজার চাকরি কেড়ে বড় বড় কথা, মোদিকে তোপ মমতার

0
3

পূর্ব বর্ধমানের রায়নায় জনসভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে শুক্রবার যোগ্যদের চাকরি যাওয়া নিয়েও মোদিকে আক্রমণ করেছেন মমতা। মমতা তাঁর সভায় বলেছেন, আজ ভোটের দরকার। তাই আটদিন পরে এসে মোদি চাকরিহারাদের পাশে থাকার কথা বলছেন। আর এই আটদিনে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়তে শুরু করে দিয়েছি। আর ২৬ হাজার চাকরি তো আপনি খেয়েছেন।

মমতার সাফ কথা, শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়েছে মোদির দল। ২৬ হাজার চাকরি কেড়ে বড় বড় কথা। সবাই চোর আর উনি সাধুবাবা,মোদিকে কটাক্ষ মমতার। তাঁর কথার ব্যাখ্যা করে মমতা মোদির উদ্দেশে বলেছেন, আপনার দলই তো চাকরি খেয়েছে। সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসঙ্গে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়েছে। আর আমরা প্রথম দিন থেকে বলে আসছি এই চাকরি যেতে দেব না। তাই এখন আপনাকে দরকার নেই শিক্ষক শিক্ষিকাদের।

এদিন কালনার সভায় মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, এরা একদিকে চাকরি খাবে আরেক দিকে বড় বড় কথাও বলব। আসলে এরা সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়। আয়নায় নিজের মুখ দেখুন। ত্রিপুরায় বলেছিলেন ক্ষমতায় এসে সিপিএমের জমানায় যাওয়া ১০ হাজার চাকরি ফিরিয়ে দেব। আজ পর্যন্ত দিয়েছেন?তৃণমূল নেত্রীর তোপ, চাকরি কেড়ে নেওয়ার পর এখন চাকরিহারাদের পাশে দাঁড়াতে চাইছে বিজেপি। সবটাই ভোট পাওয়ার জন্য বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, চাকরিহারাদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে, তাঁর সরকার অনেক আগে সুপ্রিম কোর্টে এই ব্যাপারে মামলা করেছে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে।