আগামী মঙ্গলবার লোকসভার (Loksabha) তৃতীয় দফার নির্বাচন (Election)। আর তার আগেই লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন (Election Commission of India)। সূত্রের খবর, আগামী মঙ্গলবার বাংলায় ৪ আসনে ভোটাভুটির জন্য মোট ৩৩৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। তবে শুধুমাত্র তৃতীয় দফাই নয়, এবার চতুর্থ এবং পঞ্চম দফার নির্বাচনেও কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই পরিকল্পনাও সামনে এনেছে কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তে মোদি সরকারের (Modi Govt) চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। রাজনৈতিকভাবে পেরে না উঠে গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের। আর সেকারণেই বাংলাকে অশান্ত করার লক্ষ্যে ফের বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত মোদি সরকারের।
নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ১৩ মে চতুর্থ দফায় রাজ্যের মোট পাঁচ জেলার আট লোকসভা আসনে মোট ৫৭৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে পূর্ব বর্ধমানে সর্বাধিক ১৫২ কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে, বীরভূমে মোতায়েন করা হবে ১৩০ কোম্পানি। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ভোটের কারণে ৮৮ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এছাড়াও কৃষ্ণনগরে ৮১, মুর্শিদাবাদে ৭৩, রানাঘাটে ৫৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। মোতায়েন করা হবে ১৫০-রও বেশি কুইক রেসপন্স টিম (QRT)।
এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। ওই পর্বে ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওই দফার জন্য ভিন রাজ্য থেকে আরও ১৬৬ কোম্পানি বাহিনী নিয়ে আসা হবে। তেলেঙ্গানা থেকে ভোট শেষ হওয়ার পর সেখান থেকে ওই বাহিনীকে নিয়ে আসা হবে বলে জানিয়েছে কমিশন।