কেজরিওয়ালকে জামিন? ইডি-র উত্তরে ‘ভাবনা চিন্তা’ সুপ্রিম কোর্টের

0
3

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মামলায় ‘ভাবনা চিন্তা করা’র পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। শুক্রবার জামিন মামলার শুনানিতে ইডি-র ব্যাখ্যা তলব সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চের। লোসকভা নির্বাচনের প্রাক্কালে গ্রেফতারি নিয়ে ইডি-র উপযুক্ত ব্যাখ্যা নিয়ে আগামী মঙ্গলবার উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ। সেই মামলায় প্রথমেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছিল সর্বোচ্চ আদালতের পক্ষে। সেই শুনানিতে আদালতের পর্যবেক্ষণ যদি শুনানিতে দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অন্তর্বর্তী জামিন দেওয়া হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আগামী মঙ্গলবারের শুনানিতে ইডি-কে জামিন হওয়ার বিষয়েও প্রস্তুত থাকার কথা পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট। আবার জামিন হওয়ার বিষয়ে কোনওরকম আশা রাখার বিষয়েও সতর্ক করে রাখেন বিচারপতি।