১০ বছরের সাংসদ আলুওয়ালিয়া বাংলার জন্য কী করেছেন! ধুয়ে দিলেন অভিষেক

0
1

দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রানিগঞ্জের প্রচার সভা থেকে আসানসোলের বিজেপি (BJP) প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রশ্ন তুললেন, ১০ বছরের সাংসদ বাংলার জন্য কী করেছেন? ১০পয়সাও আনতে পেরেছেন?

এদিন, রানিগঞ্জের সিয়ারসোল রাজ গ্রাউন্ডে এদিন প্রচারসভা থেকে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, আলুওয়ালিয়া প্রথমে দার্জিলিংয়ে ছিলেন। সেখানে ৫ মিনিট কোনওদিন সময় দেননি। এরপর দুর্গাপুর-বর্ধমানে ছিলেন। সেখানেও কোনওদিন তাঁকে পাওয়া যায়নি। কোনওদিন মানুষের জন্য একটাও উন্নয়ন বা ২০০০ হাজার বুথের মধ্যে একটিতেও পর্যালোচনা বৈঠক করেছেন দেখাতে পারলে আমি তৃণমূলের হয়ে ভোট চাইব না। তাই সিদ্ধান্ত আপাদেরই নিতে হবে। এবার সাড়ে ৩ লক্ষ ভোটের ব্যবধানে শত্রুঘ্ন সিনহাকে (Shatrugna Sinha) জেতাতে হবে।

সরাসরি প্রশ্ন তোলেন, আপনি ৫ বছর সাংসদ ছিলেন, কেন্দ্রীয় সরকার সঙ্গে বৈঠক করে ১০ পয়সা বাংলার জন্য এনেছেন? অভিষেক জানান, ভোট না পেয়েও কোভিড, আমফানে মানুষের পাশে ছিল তৃণমূল। আর বিজেপি সাংসদের দেখা পাওয়া যায়নি। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে দার্জিলিং-এ সাংসদ থাকার সময় আলুওয়ালিয়ার নামে নিখোঁজের পোস্টার পড়েছিল এলাকায়।

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বাংলা বিদ্বেষী ভোজপুরী গায়ককে বিজেপি আসানসোলে প্রার্থী করেছিল। জনরোষ বুঝতে পেরে তিনি ল্যাজতুলে পালিয়েছেন। তখন সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে এনে প্রার্থী করেছে। এতদিন সাংসদ ছিলেন, কেন বাংলার টাকা আটকানো নিয়ে কথা বলোনি- প্রশ্ন তোলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, এবার সাড়ে ৩ লক্ষ ভোটের ব্যবধানে শত্রুঘ্ন সিনহাকে জেতাতে হবে।