নুসরতের বুকে কার নামের উল্কি? নায়িকার জীবনে নতুন মানুষের আগমন!

0
2

টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) এখন রাজনীতি থেকে অনেক দূরে। আপাতত সমুদ্র পাড়ে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। যদিও ট্রোলারদের হাত থেকে রেহাই মিলল না এখানেও। সাদা ফিনফিনে শার্টের তলায় থাকা নীল রঙের অন্তর্বাস আর সেখান থেকে উঁকি দেয়া উল্কি ঘিরে সমাজমাধ্যমে ধেয়ে এলো নোংরা মন্তব্য। যশ (Yash Dasgupta) বা ঈশান নয় বরং নায়িকার বক্ষ বিভাজিকায় অন্য কারোর নাম। তাহলে কি নতুন মানুষের আগমন?

নুসরত এই মুহূর্তে ছেলে এবং স্বামীকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। রাজনীতি থেকে দূরে সরে গিয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি ঠিকই তবে সোশ্যাল মিডিয়ার নজরে সবসময়ই তাঁর কাণ্ডকারখানা। অভিনেত্রী-প্রাক্তন সাংসদ বরাবরই ট্রোলকে হ্যান্ডেল করেন নিজের মতো করে।নেট-নাগরিকদের নতুন টপিক তাঁর শরীর। রীতিমতো বডিশেম করা হল অভিনেত্রীকে। তবে বুকে কার নামের ট্যাটু করিয়েছেন নায়িকা তা নিয়ে বিস্তর জল্পনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় নুসরতের বুকে লেখা আছে VICTORY। টলিপাড়ায় কান পাড়তে শোনা যাচ্ছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের নাম ছিল নাকি ভিক্টর। পরে সেখানে একটা Y যোগ করে নিয়েছেন তিনি। যদিও নুসরত বা যশ এই নিয়ে কোনও মন্তব্য করেননি।