সারা দেহে মুক্তোর মালা, বৈশাখী দাবদাহে উত্তাপ বাড়াচ্ছেন ঋতাভরী!

0
9

উষ্ণতার ঊর্ধ্বমুখী পারদ যখন সাধারণ মানুষের অস্বস্তির কারণ, তখন ভেজা শরীরে মুক্তোর মালা জড়িয়ে পুরুষের হৃদকম্পনের তীব্রতা বাড়ালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। নায়িকার রূপের ঝলকানিতে ঝড় উঠেছে নেট পাড়ায়।

দিন কয়েক আগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সুইমিং পুলের নীল জলে ফটোশুট করতে দেখে মোহিত হয়েছিলেন অনুরাগীরা। পরে অবশ্য জানা যায় সেই ছবিগুলো বেশ কয়েক বছর আগেকার। কিন্তু ‘ফাটাফাটি’ গার্ল একদম কারেন্ট ছবি শেয়ার করেছেন। মুখে যতই বলুন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ঋতাভরী (Ritabhari Chakraborty)আসলে গোপনে কোন কিছু করতে ভালবাসেন না। তাইতো মাঝেমধ্যেই তার বোল্ড লুকের ছবি সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা এমনিতেই বাড়িয়ে দেয়। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। টেলিভিশনের দর্শকদের কাছে ‘ওগো বধূ সুন্দরী’ অভিনেত্রী ইদানিং বেছে বেছে সিনেমা করেন। সমাজ মাধ্যমে তিনি যথেষ্ট সক্রিয়। X ক্লাব সাঁলোর জন্য স্পেশাল এই ফটোশুটে ঋতাভরীকে মুক্তোর এই মালায় সাজিয়ে তুলেছেন বাবুসোনা সাহা। সবুজ জলে থাই স্লিট ব্ল্যাক ড্রেসে পোজ দিয়েছেন অভিনেত্রী। তাঁর ভেজা শরীরে মুক্তোর মালা মহানগরীর তাপমাত্রা আরও বুঝি বাড়িয়ে দিল।