ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ, খড়গ্রামে চলল গুলি!

0
3

নির্বাচনী আবহে উত্তপ্ত মুর্শিদাবাদের খড়গ্রামে (Khargram, Murshidabad)। বুধবার রাস্তা নিয়ে বিবাদের জেরে দিয়ারা মল্লিকপুর গ্রামে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরে গ্রামের এক রাস্তা নিয়ে দু-পক্ষের মধ্যে বচসা শুরু হলে তা কয়েক মুহূর্তের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। তৃণমূল কংগ্রেসের উপর কংগ্রেসের সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি অশান্ত হয়ে পড়ে। এমন সময় আচমটাই দু রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সংঘর্ষে দুজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে খড়গ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ (Khargram Police)।