দিল্লীর বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়র ?

0
3

গতকাল ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল-এ ফের জয়ে ফেরে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে কেকেআর। দিল্লির জয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ফাঁস করলেন সাফল্যের মন্ত্র।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, “ পিচ এমন হবে আশা করিনি। শেষ কয়েকটা ম্যাচে পাওয়ারপ্লের পর বল ঘুরেছে। স্পিনারেরা সাহায্য পেয়েছে। ব্যাট করা কঠিন হয়েছে। তাই দিল্লির বিরুদ্ধে প্রথমে বল করার সুযোগ পেয়ে ভালই হয়েছে। কীভাবে ব্যাট করা উচিত, তার একটা ধারণা আমরা পেয়েছি।’’ এরপরই শ্রেয়স আলাদা করে প্রশংসা করেছেন নাইট বোলার বরুণ চক্রবর্তীর। কেকেআর অধিনায়ক বরুণকে নিয়ে বলেন, ‘‘গত কয়েকটা ম্যাচে সেরা ফর্মের বরুণকে আমরা পাইনি। একটু চাপে ছিল। অথচ দিল্লির বিরুদ্ধে দারুণ বল করল। আমরা ঠিক এরকম পারফরম্যান্স চাই। সত্যিই খুব ভাল বল করেছে। প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিল বরুণ।

ব্যাট হাতে দিল্লির বিরুদ্ধে সাফল্য পান ফিলিপ সল্ট। দুই ওপেনারের সঙ্গে কি ম্যাচের আলাদা করে কোন কথা বলা হয়? এর উত্তরে শ্রেয়স বলেন, “ এক দমই নয়। সুনীল নারিন নিজের মতো খেলে। কখনও ব্যাটিং সংক্রান্ত আলোচনায় থাকে না। আমিও নারিনকে ডাকি না। দলের বৈঠকে সল্টই বলে দেয় কীভাবে খেলা দরকার। তার পর তো দেখলেন, নিজেই দুর্দান্ত একটা ইনিংস খেলল। বাইরে বসে এমন ব্যাটিং দেখতেও ভাল লাগে।“

আরও পড়ুন- BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস