আগামী মাসে সুখবর। ইনক্রিমেন্ট হচ্ছে রাজ্যের মন্ত্রী- বিধায়কদের (Salary increment of West Bengal Minister, MLA) । মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক— এই তিন স্তরে বর্ধিত বেতন (Increased salary) পাবেন। স্বভাবতই ভোটের মরশুমে (Election Time) চওড়া হাসি জনপ্রতিনিধিদের মুখে। তবে আগামী পয়লা মে থেকে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে না। নবান্ন (Nabanna ) সূত্রে খবর মে মাসের ১ তারিখ সরকারি ছুটি থাকায় বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে না। নতুন হারে মাইনে দিতে পদ্ধতিগত কিছু বিষয় রয়েছে, যা শুরু হবে বৃহস্পতিবার ২ মে থেকে। মাঝে শনি এবং রবিবার ছুটির দিন। তাই মনে করা হচ্ছে, আগামী সোমবার অর্থাৎ ৬ মে থেকে এপ্রিল মাসের বেতন পাবেন বিধায়কেরা।
মার্চ মাস পর্যন্ত বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। এবার তা বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এখন থেকে পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। পূর্ণমন্ত্রীরা ১১ হাজার টাকা পেতেন এবার নতুন পরিকাঠামোয় তাঁরা পাবেন ৫১ হাজার টাকা। ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সব মিলিয়ে রাজ্যের বিধায়কেরা এত দিন মোট ৮১ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁদের মোট প্রাপ্য হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা।বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার পর কয়েক দিনের ব্যবধানে বকেয়া বেতন পাঠানো হবে বিধায়কদের অ্যাকাউন্টে।