মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়ার প্রচারে এক জনসভা হল খড়্গপুরে। সভায় প্রার্থী ছাড়াও ছিলেন স্থানীয় নেতৃত্ব এবং প্রধান বক্তা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গরম উপেক্ষা করে বিপুল মানুষ উপস্থিত ছিলেন সভায়।

এদিনের সভা থেকে বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেন। তারা বললেন, এটা লোকসভা নির্বাচন। দুটি সরকার আছে আপনাদের সামনে। একটি দিল্লিতে আরেকটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজেপি সরকার পেট্রল, ডিজেল, কেরোসিন, ওষুধের দাম বৃদ্ধি করে। আর রাজ্য সরকার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, রেশন, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছে। দিল্লির সরকার আপনাদের যা রোজগার তার থেকেও বেশি ব্যয় করাচ্ছে। আর রাজ্য সরকার মানুষের খরচ কমাচ্ছেন। দিল্লি এবং রাজ্য দুজনেই ৫০০ টাকা বাড়িয়েছে। মোদি বাড়িয়েছেন গ্যাসের দাম আর দিদি বাড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। এখানকার সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। এবার ওঁকে সরিয়ে অন্যজনকে প্রার্থী করল। গ্যারান্টি কী, ভবিষ্যতে এঁকেও সরাবে না? তাই বিজেপিকে একটাও ভোট নয়।
আরও পড়ুন- মমতা-ম্যাজিকে ইংরেজ বাজারের রোড শো-এ জনপ্লাবন




 
 
 
 
































































































































