নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশনের কাছে পিটিশন দায়ের করা যাবে, জানাল কমিশন

0
3

সংবিধানের ৩২৯ ধারা অনুযায়ী, একবার ভোটের প্রক্রিয়ার শুরু হয়ে গেলে সেটি কোনওভাবেই বন্ধ করা যায় না বা কোনওধরনের ইলেকটোরাল পিটিশন দায়ের করা যাবে না, জানাল নির্বাচন কমিশন। প্রাক্তন IPS অফিসার তথা বীরভূমে বিজেপির প্রাক্তন প্রার্থী দেবাশিস ধর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি কোনও ইলেক্টোরাল পিটিশন দায়ের করতে চান, তাহলে তাঁকে অপেক্ষা করতে হবে আর ৪৫ দিন। নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলেই তবেই তিনি তাঁর প্রার্থী পদ বাতিল হওয়া নিয়ে, নির্বাচন কমিশনের কাছে পিটিশন দায়ের করতে পারবেন।

সুতরাং ‘নো ডিউস’ সার্টিফেকট না দেওয়ার জন্য তাঁর যে প্রার্থী পদ বাতিল হয়েছিল তা কোনোভাবেই চলতি নির্বাচন চলাকালীন পুনরুদ্ধার করা সম্ভব নয়। অতএব, বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির এখন ভরসা হল দেবতনু ভট্টাচার্য।