নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্রে বিজেপির (BJP hooliganism) ‘দাদাগিরি’র ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন বচসার জেরে প্রিসাইডিং অফিসারকে চড় মেরেছিলেন বিজেপি নেতা কাজল দাস (BJP leader Kajal Das)। তিনি উত্তর ত্রিপুরা (North Tripura District) জেলার বিজেপি সভাপতি। চড় মারার ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়াতে (Social media) ছড়িয়ে পড়তেই সরব হয়েছিল বিরোধীরা। এবার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। যদিও ওই ঘটনায় বাকি যাঁরা যুক্ত ছিলেন তাঁদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

ভোট চলাকালীন গন্ডগোল পাকানো, বুথে বুথে গিয়ে উত্তেজনার পরিস্থিতির তৈরি করার চেষ্টা বিজেপির চেনা চরিত্র। ত্রিপুরার পূর্ব লোকসভা কেন্দ্রের একটি বুথেও সেই কাণ্ড ঘটাতে গিয়ে এবার বিপাকে পদ্ম নেতা। বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়েছিল বলে কাজল দাস সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, ভাইরাল ভিডিয়োর ভিত্তিতেই পুলিশ সেই ঘটনায় বিজেপি নেতাকে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী কাজল জামিন পেয়ে যাওয়ায় বিরোধীরা ফের সরব হয়েছে। কেন কড়া পদক্ষেপ করা হলো না তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। বৈধ পরিচয়পত্র ছাড়া ভোট দিতে চাওয়ার বিরোধিতা করায় অফিসারের উপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযুক্ত কাজল দাস ভোটারদের সামনেই চড় মারেন প্রিসাইডিং অফিসারকে। বিজেপি মুখপাত্ররা এই নিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেও ভোটের আবহে এই ঘটনার জেরে স্পষ্টতই অস্বস্তিতে গেরুয়া শিবির।









































































































































