রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য

0
3

হাতে আর এক সপ্তাহ বাকি। আগামী ৭ মে মুর্শিদাবাদে (Murshidabad )তৃতীয় দফার ভোটগ্ৰহণ। আর তার আগেই বিরোধীদের দাদাগিরিতে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। রবিবার সকাল থেকেই বোমা উদ্ধার ও বিস্ফোরণকে (Blast) কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল রেজিনগরে (Reginagar)। এরপর পুলিশের তৎপরতায় পরিস্থিতি থেকে রক্ষা পেলেও সোমবার সকাল থেকেই ফের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বেলডাঙা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বেলডাঙা থানার ঝুমকা মাঝপাড়া এলাকায় বোমা ফাটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, একটি বাড়িতে বোমা মজুত রাখা ছিল। সেখানেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ওই বাড়িটি তো বটেই, পাশের বাড়িরও একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারই রেজিনগরের একটি এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। এই ঘটনার পরপরই বিস্ফোরণ হয় রেজিনগরে।