বিরোধীরা রাজনীতি করছে, যোগ্যদের চাকরির পক্ষে তৃণমূল: কুণাল ঘোষ

0
2

এমএসসি মামলায় চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি সোমবার। ফলে এখনও ঝুলে রইল চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষাকর্মীর ভাগ্য। আজ, সোমবার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসির করা মামলায় কমিশনকে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। জানা গিয়েছে, যোগ্য-অযোগ্যদের আলাদা করতে তারা প্রস্তুত বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে শীর্ষ আদালতের প্রশ্ন, ওএমআর শিট তো নষ্ট করা হয়েছে। যোগ্য-অযোগ্য আলাদা করবেন কী করে?

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ গোটা বিষয়টির জটিলতার দায় চাপিয়েছেন বিরোধীদের উপর। এদিন সুপ্রিম কোর্টে শুনানির পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেন কুণাল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় সিবিআই তদন্ত আপাতত স্থগিত। পরবর্তী শুনানি সোমবার। এখানে দ্বিচারিতা করছেন বিরোধী দল, বাম আইনজীবীরা। মুখে বলছেন যোগ্যদের চাকরি হোক। আদালতে গিয়ে গোটা প্যানেল বাতিল চাইছেন। তৃণমূল কংগ্রেস ভুল সংশোধন করে যোগ্যদের চাকরির পক্ষে। বিরোধীরা সব আটকে রাজনীতি করতে চায়।”