রেভান্নার যৌন হেনস্থা ভিডিও: নির্বাচন চলাকালীন অভিযোগে সমস্যায় জেডি(এস)

0
2

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কর্ণাটকের (Karnataka) সাংসদ প্রজ্বল রেভান্নার (Praajwal Revanna) বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ যথেষ্ট প্রভাব ফেলবে রাজ্যের রাজনীতিতে। ইতিমধ্যেই দলের কোর কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করার দাবি উঠেছে। অন্যদিকে অভিযোগের দিনই তাঁর জার্মানি চলে যাওয়া নিয়েও অভিযোগ তুলছে এনডিএ-র বিরোধীরা। যদিও ওই ভিডিও বিকৃত বলে দাবি করে গোটা বিষয়টি জেডি(এস)(JDS)-এর আভ্যন্তরীন সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন অভিযুক্ত সাংসদ।

কর্ণাটক থেকে হাসান কেন্দ্রে এনডিএ (NDA)-র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রজ্বল রেভান্না। তাঁর এবং তাঁর বাবা এইচডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থা (sexual harassment) ও মহিলাদের প্রতি অপ্রীতিকর কাজকর্মের অভিযোগ তুলে একটি অভিযোগ দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও (viral video) হয়েছে। এরপরই দলের কোর কমিটির বৈঠকে তাঁদের দুজনকে নিয়ে সিদ্ধান্তের কথা জানায় জেডি(এস)। বৈঠকে এইচ ডি দেবেগৌড়া (HD Deva Gowda) ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তার আগে রেভান্না দাবি করেন ভিডিওটি ৪-৫ বছরের পুরোনো ও বিকৃত। ইতিমধ্যে একটি সিট গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ। তবে এই ঘটনায় মুখ পুড়েছে জেডি(এস) ও এনডিএ-র। উত্তর কর্ণাটক সংসদ কেন্দ্রেগুলিতে নির্বাচনের আগে এই অভিযোগের প্রভাব থেকে বেরিয়ে এসে কীভাবে রাজ্যে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করবে দল, তা নিয়ে শুরু হয়েছে পরিকল্পনা করা। তবে দলীয় সূত্রে বলা হয়েছে এই ভিডিও সম্পর্কে প্রজ্বল রেভান্নাকে টিকিট দেওয়ার আগে জানা যায়নি। সেক্ষেত্রে তাঁকে টিকিট দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হত। তবে আগামী নির্বাচনে যে কংগ্রেস একে হাতিয়ার করতে চলেছে, তা স্পষ্ট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।