রেকর্ড যেন তাঁর নামের সমার্থক শব্দ। রেকর্ড যেন তৈরি হয়েছে তাঁর জন্যই। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন চেন্নাই সুপার কিংস-এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতকাল আইপিএল-এর ম্যাচে ফের নজির গড়লেন তিনি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিততেই আইপিএল-এ ইতিহাস গড়লেন মাহি। আইপিএল-এ প্রথম ক্রিকেটার হিসাবে নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি ম্যাচ জিতলেন ধোনি।

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল-এ এখনও পর্যন্ত ২৫৯টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। সব থেকে বেশি ম্যাচ খেলারও রেকর্ডও তাঁর রয়েছে। চেন্নাই ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে ২৫৯টি ম্যাচের মধ্যে ১৫০টি ম্যাচ জিতেছেন তিনি। এই তালিকায় ধোনির পরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ধোনির সতীর্থ আইপিএলে এখনও পর্যন্ত জিতেছেন ১৩৩টি ম্যাচ। সম সংখ্যক ম্যাচ জিতেছেন রোহিত শর্মাও। তালিকায় চার নম্বরে দীনেশ কার্তিক। তিনি ১২৫টি ম্যাচ জিতেছেন। চেন্নাইয়ের আর এক ক্রিকেটার সুরেশ রায়না আইপিএলে ১২২টি ম্যাচ জিতেছেন।

শুধু তাই নয়, সফল অধিনায়ক হিসেবেও নজির রয়েছে ধোনির। সফল অধিনায়ক হিসাবে ধোনি সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। ১৩৩টি ম্যাচ জিতে তিনি একনম্বরে। ৮৭টি ম্যাচ জিতে রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগে সতীর্থ হার্দিককে বিশেষ পরামর্শ শামির








































































































































