সব ভোট শুধু তৃণমূলকেই দিন, মালদহে ডাক দিয়ে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

0
1

“বাংলায় মানুষের অধিকারের লড়াই করছে তৃণমূল একাই। সব ভোট তৃণমূলকে দিন। কংগ্রেস, বিজেপি (BJP), সিপিএমকে (CPIM) একটা ভোটও দেবেন না। ওরা কোনো কাজ করে না। বাংলার মানুষের পাশে থাকে না। এই রাজ্যে কংগ্রেস আর সিপিএম হল বিজেপির দালাল। ওরা বাংলার ক্ষতি করছে। একমাত্র তৃণমূল কংগ্রেসই বাংলার স্বার্থে, মানুষের স্বার্থে লড়ছে। উন্নয়ন করছে। তাই সব ভোট এবার শুধু তৃণমূলকেই দিন।”

 

মালদহে খোলাখুলিভাবে এই ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। যুক্তি ও তথ্য দিয়ে তিনি দেখান তৃণমূল কী বিপুল কাজ করেছে। গত লোকসভায় কংগ্রেস, বিজেপি একটি করে আসন জিতলেও তারা যে কোনও কাজ করেনি, সেটা আজ মানুষের কাছে স্পষ্ট। সেই কারণেই সব ভোট তৃণমূলকে দেওয়ার ডাক দেন নেত্রী। বিশাল জমায়েতগুলির সাড়া ছিল দেখার মত।