প্রধানমন্ত্রীকে ভোট দিন! বিয়ের কার্ডে মোদির প্রচার করে বিতর্কে বর-কনে

0
2

রীতি মেনে ছাপিয়েছেন বিয়ের কার্ড (Marriage Card)। আর সেই কার্ডেই দেখা গেল বিশেষ আবেদন। তবে এই আবেদন আর পাঁচটার মতো নয়, একটু হলেও আলাদা। ভাবছেন তো এ আবার নতুন কী? বিয়ের কার্ডে নতুনত্ব এখন ট্রেন্ড। কেউ কেউ বিয়ের কার্ডে উপহার না আনার বিশেষ অনুরোধ জানিয়ে বার্তা দেন। তবে এই বিয়ের কার্ড কোনও দিন দেখেছেন কিনা তা মনে করতে পারছেন না নিমন্ত্রিতরা। উপহারের পরিবর্তে এমন একটি অনুরোধ করা হয়েছে যা দেখে চমকে যাওয়ার জোগাড়। ইতিমধ্যে সেই নিমন্ত্রণ পত্রের কারণে ওই বর কনের নামে মামলা দায়ের হয়েছে বলে খবর।

কর্নাটকের এক যুবক বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ভোট দেওয়ার আবেদন জানিয়ে ঘোর বিপদে পড়েছেন। লোকসভা নির্বাচন চলাকালীন এমন আবেদনে উল্টে বিপাকে পড়েছেন বরং, কনে‌। ইতিমধ্যে বর ও কনের বিরুদ্ধে উপ্পিনগরী থানায় মামলা রুজু হয়েছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এই কার্ড এখন ভাইরাল। বিয়ের কার্ডকে কেন দলের প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীরা সেই প্রশ্ন তুলেছেন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। পাশাপাশি বিয়ের আমন্ত্রণপত্রে বর-কনে সাফ লিখেছেন, এবারও নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য বর ও কনের তরফ থেকে উপহার। কারণ আমাদের ভবিষ্যতের ভারত নিরাপদ হোক। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই ভোট দিন।