কেকেআর-পাঞ্জাব ম্যাচের মাঝেই মেজাজ হারালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিও

0
4

গতকাল ভালো রান তুলেও হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স । ব্যাটাররা ভালো রান পেলেও, বল হাতে ব্যর্থ কেকেআরের বোলাররা।এই হারের দলের অধিনায়ক ক্ষুদ্ধ্ব হলেও, দলের মেন্টর গৌতম গম্ভীর রেগে রয়েছেন অন্য জায়গায়। যেখানে দেখা যায় ম্যাচের মাঝেই মেজাজ হারান গৌতি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার সূত্রপাত ম্যাচের ১৪ তম ওভারে। ১৪তম ওভারে কভারের দিকে একটি শট খেলেছিলেন আন্দ্রে রাসেল। বল আটকে দেন আশুতোষ শর্মা। কিন্তু তিনি উইকেটরক্ষককে বল ফিরিয়ে দেওয়ার সময় অনেকটা দূরে ছোড়েন। যার ফলে আরও এক রান নিয়ে নেন রাসেল। কিন্তু মাঠের দুই আম্পায়ার সেই রান নাকচ করে দেন। তাঁরা জানান বলটি আগেই ডেড হয়ে গিয়েছিল। ফলে ওই রান হবে না। আর এই সিদ্ধান্তে রেগে যান গৌতি। যা নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করেন তিনি। ডাগ আউটের পাশে দাঁড়িয়ে থাকা ম্যাচ অফিসিয়ালের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন নাইট মেন্টর। সেখানে উপস্থিত ছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ম্যাচ হেরে ক্ষুদ্ধ্ব নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। ম্যাচে কেকেআরের ব্যাটাররা নিজেদের কাজ করলেও, বোলাররা ব্যর্থ। ম্যাচে শুধু একটি উইকেট পেয়েছেন সুনীল নারিন। উইকেট পাননি হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা। তাই ম্যাচ হারের জন্য নাম না করে বোলারদের কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। ম্যাচ শেষে ব্যাটারদের প্রশংসা করলেও, বোলারদের নাম মুখেও আনলেন না তিনি।

আরও পড়ুন- ২৬১ করেও হার, পাঞ্জাবের বিরুদ্ধে কোথায় ভুল? কী বললেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র ?