চকোলেট বোমা ফাটলেও NSG, দুদফায় হার বুঝে ঘাবড়ে গিয়েছে BJP! তীব্র আক্রমণ মমতার

0
2

কেউ এক চকোলেট বোমা ফাটলে এনএসজি আনতে হয়, যেন যুদ্ধ লেগেছে। ওয়ান সাইডেড। শনিবার, কুলটিতে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার সাফ জানান, প্রথম ২দফার নির্বাচনে BJP হেরে গিয়েছে বুঝতে পেরে ভয় পেয়েছে।

এদিন, কুলটির সভা থেকে সন্দেশখালিতে NSG তদন্ত নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, কেউ এক চকোলেট বোমা ফাটলে, এনএসজি আনতে হয়, যেন যুদ্ধ লেগেছে। এটা ওয়ান সাইডেড গেম চলছে। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, রাজ্য পুলিশকে জানায়নি। কী কী পাওয়া গিয়েছে জানা যায়নি। এটাও তো হতে পারে ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল। বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে। এটা আমাদের চ্যালেঞ্জ বোম মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না।” সন্দেশখালিতে বিজেপির নেতার ঘরে বোমা রাখা ছিল- অভিযোগ মমতার। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন,  বোমাবাজি করে নির্বাচনে জিততে চাইছে বিজেপি। ”এখানে আসার আগে শুনলাম এক বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। ভাবছে বোমা মেরে নির্বাচন জিতে যাবে।”

তৃণমূল সভানেত্রীর কথায়, দুই দফার নির্বাচনে বিজেপি ঘাবড়ে গিয়েছে। কারণ, ওরা হেরে যাবে বলে ভয় পেয়ে গিয়েছে। মমতা সাফ জানান, ”দুই দফার নির্বাচনের পরেই ঘাবড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা বোঝা যাচ্ছে। বিজেপি কিছুতেই জিততে পারবে না।”