মাছ খেলে দেশ-বিরোধী? মোদি মন্তব্যের প্রতিবাদে ফিশ-ফ্রাই পরিবেশন তৃণমূল ভবনে

0
1

যাঁরা মাছ খায়, তাঁরা নাকি হিন্দু-বিরোধী এবং রাষ্ট্র-বিরোধী! মৎস্যভোজ নিয়ে এমনই আজব তত্ত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার তৃণমূল ভবনে দুপুরের খাবারের সঙ্গে পরিবেশন করা হল ফিশ-ফ্রাই। রামনামে সুবিধা করতে না পেরে এখন মাছ-প্রিয় বাঙালিকে সরাসরি ‘মাছে মারার’ চক্রান্ত করছে বিজেপি।

আমিষভোজীদের সরাসরি দেশ-বিরোধী তকমা দিয়ে দেওয়া নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মোদির এই মন্তব্যের পর একবেলার বদলে দুবেলা মাছ খাচ্ছেন। ইতিমধ্যেই তিনি সতর্ক করে বলেছেন, এই বিজেপি বাংলায় জিতলে বাঙালির মাছ খাওয়াই বন্ধ করে দেবে। আমরা সবাই মাছ খাই, তার মানে কি আমরা সবাই দেশ-বিরোধী? অভিষেকের সেই সতর্কবার্তার পর এবার প্রতীকী প্রতিবাদ হিসেবে তৃণমূল ভবনে বিতরণ হল ফিশ-ফ্রাই।