টি-২০ বিশ্বকাপে উইকেটরক্ষক হিসাবে এগিয়ে পন্থ : সুত্র

0
3

আইপিএল শেষ হলেই শুরু টি-২০ বিশ্বকাপ। জুন থেকে শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ। তবে সূত্রের খবর আইপিএল-এর মাঝে ঘোশণা হয়ে যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। আর সেই দলে ইতিমধ্যে প্রথম উইকেটরক্ষককে থাকবেন তা ঠিক হয়ে গিয়েছে। এখন লড়াই চলছে দ্বিতীয় উইকেটরক্ষক কাকে নেওয়া হবে তা নিয়ে।

সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকেই বেছে নেওয়া হবে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে। গাড়ি দুর্ঘটনার কারণে গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। কিন্তু চলতি আইপিএলে ফর্মে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাঁর ব্যাটে।এখনও পর্যন্ত ৩৪২ রান নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার এই বাঁ হাতি ব্যাটার। ফলে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের বিমানে পন্থের টিকিট পাওয়া নিশ্চিত বলে জানা যাচ্ছে।

অপরদিকে জানা যাচ্ছে, দ্বিতীয় উইকেটকিপার হিসেবে উঠে আসছে কেএল রাহুল ও সুঞ্জু স্যামসনের নাম। চলতি আইপিএলে দুজনেই দুরন্ত ফর্মে আছেন। লখনৌ অধিনায়ক রাহুল ১৪১ স্ট্রাইক রেটে করেছেন ৩০২ রান। অন্যদিকে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছে এখনও এসেছে ৩১৪ রান। তাঁর স্ট্রাইক রেট ১৫২। তবে সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সামান্য এগিয়ে আছেন রাহুল। রিজার্ভে রাখা হতে পারে সঞ্জুকে।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস