অবশেষে আইপিএল-এ ফের জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে হারায় ৩৫ রানে । এই ম্যাচে ব্যাটে রান পেলেও সমালোচনার কবলে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর। হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ রান করেন কোহলি। তাঁর মন্থর গতির ব্যাটিংয়ের সমালোচনা করেছেন লিটল মাস্টার।

বিরাটের ব্যাটিং নিয়ে গাভাস্কর বলেন, “সিঙ্গলস, সিঙ্গলস আর সিঙ্গলস নিয়েই চলছে কোহলি। দীনেশ কার্তিক এখনও নামেনি। এর পরে লোমরোর আছে। এবার একটু ঝুঁকি নেওয়ার দরকার। পাতিদারকে দেখো। এই ওভারেই তিনটি ছক্কা মেরেছে পাতিদার। ও যদি চাইত, তাহলে সিঙ্গলস নিতেও পারত বা বল ছেড়ে দিতে পারত। কিন্তু ও সেই রাস্তা নেয়নি।“ এরপর ম্যাচ শেষে গাভাস্কর আরও বলেণ, “ মাঝপথে মনে হচ্ছিল কোহলি ওর ছন্দ হারিয়ে ফেলেছে। সঠিক সংখ্যাটা বলতে পারব না, তবে ৩১-৩২ থেকে আউট হওয়া পর্যন্ত কোহলিকে একটাও বাউন্ডারি মারতে দেখলাম না। দিনের শেষে কোহলি যখন আউট হচ্ছে, তখন ১৪ বা ১৫ ওভারের প্রথম বল। তোমার স্ট্রাইক রেট মাত্র ১১৮। দল কিন্তু তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করে না।“

৫১ রানের মধ্যে বিরাট কোহলি ৩২ রান করেছেন ১৮ বলে। পরের ১৯ রান তিনি করেন ২৫ বলে। গতকাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৬ রান করে আরসিবি। রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ থেমে যায় ১৭১ রানে।
আরও পড়ুন- আরও এক মরশুম বার্সায় জাভি








































































































































