ধোনির নাম করে জালিয়াতি, চাওয়া হল ৬০০ টাকা

0
3

এবার ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম করে জালিয়াতি। মাহির আবেগকে কাজে লাগিয়েই এবার শুরু হয়েছে বড়সড় জালিয়াতি।শুধু তাই নয়, ক্যাপ্টেন কুলের সেলফি-সহ বার্তা আসছে আমজনতার ইনস্টাগ্রামে। জানা যাচ্ছে, ধোনির অ্যাকাউন্টের মতোই দেখতে একটি অ্যাকাউন্ট থেকে আসছে মেসেজ । চাওয়া হচ্ছে ৬০০ টাকা।

ভুক্তভোগীদের দাবি, ধোনির অ্যাকাউন্টের মতোই দেখতে একটি অ্যাকাউন্ট থেকে আসছে মেসেজ। সেখানে লেখা রয়েছে, “হাই, আমি এম এস ধোনি। আমার একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মেসেজ করছি। রাঁচির একটা গ্রামে বেড়াতে এসেছি কিন্তু পার্স আনতে ভুলে গিয়েছি। আমাকে ৬০০ টাকা অনলাইনে পাঠালে বাসে চেপে বাড়ি ফিরতে পারব। বাড়ি ফিরেই এই টাকা ফিরিয়ে দেব।” শুধু তাই নয় , প্রমাণ হিসাবে ধোনির একটি সেলফিও পাঠানো হয়েছে ওই মেসেজের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া ওই মেসেজের স্ক্রিনশট অনেকেই শেয়ার করেছেন নেটদুনিয়ায়। আর অভিনব কায়দায় এই জালিয়াতি দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। তবে এই জালিয়াতির শিকার কেউ হইয়েছেন কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং দেখে সমালোচনায় গাভাস্কর, কী বললেন তিনি?